কাজী শাহরিয়ার রুবেল, বরগুনা
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
রবিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপনির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের আদেশে উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন স্থগিত করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তবে স্থগিত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, গত বছরের ২১ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আলহাজ মোশাররফ হোসেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি মারা যান। পরবর্তীতে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন কাজিরাবাদ ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড