সোহেল রানা, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না। এছাড়া কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা।
রবিবার (১২ জুন) বিকেলে শহরের শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এ সময় ওই দুই নারী নেত্রীর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।
এর আগে একইদিন দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য শাফিয়া খাতুন। সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
আরও পড়ুন : ‘প্রবাসীরাও পদ্মা সেতুর গর্বিত অংশীদার’
আয়োজনটিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শিরিন রুখসানা, জান্নাত আরা তালুকদার হেনরী, সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সমাদ তালুকদার, অধ্যাপক ডা. হাবিবে মিলাত মুন্না এমপি ও প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপিসহ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড