রফিকুল ইসলাম রফিক, গাইবান্ধা
গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সম্মেলনে হামলা-ভাঙচুরের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর এজাহারভুক্ত চার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ জুন) বিকেলে মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে শনিবার রাতে নবগঠিত পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ হাসান শাওন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: শিক্ষকের ওপর হামলাকারী সন্ত্রাসীর শাস্তি দাবি
উল্লেখ্য, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা:) কে কটূক্তি করার প্রতিবাদ সমাবেশ চলাকালে গাইবান্ধা পৌর শহীদ মিনারে পৌর আওয়ামী লীগের সম্মেলনের মাইক বাজানোকে কেন্দ্র করে সম্মেলন স্থলে ভাংচুর চালায় কিছু উৎসুক জনতা। তারা ভাংচুর চালিয়ে চেয়ার, টেবিল, ব্যানার, ফেস্টুনসহ লন্ডভন্ড করে দেয় সম্মেলন মঞ্চ। এ সময় ডিবিসির ক্যামেরাম্যান সুমন মিয়াকে মারধরও করা হয়।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড