মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
সিলেটের শমশেরনগরে চলন্ত আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুনের পর এবার রাজশাহী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে আগুন লেগেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা।
রবিবার (১২ জুন) সকালে রাজশাহী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোয় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার আবদুল করিম বলেন, রবিবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে ট্রেনে আগুন লাগার এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, এই আগুনের সূত্রপাত ঘটেছে শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে। তখন ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এতে প্রচণ্ড ধোঁয়ায় ওই বগিটি আচ্ছন্ন হয়ে যায়। তবে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরও পড়ুন: শতবর্ষী জাম গাছের অলৌকিক রহস্য
রেলস্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, দুর্ঘটনা-কবলিত বগির যাত্রীদের অন্য বগিতে নেয়ার ব্যবস্থা করা হয়। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। আগুন নেভানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড