আবিদ মাহমুদ, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে ট্রাক ভর্তি বালুর নিচে লুকিয়ে অভিনব কায়দায় পাচারকালে ১৫০০ লিটার পাহাড়ি ছোলাই মদসহ মো. মইন উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ।
রোববার (১২ জুন) ভোরে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারাবটতল এলাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৫০০ লিটার পাহাড়ি ছোলাই মদ ও ট্রাক (চট্ট-মেট্রো- ড ১১-১৮০৯) জব্দ করা হয়।
আটক মইন উদ্দিন রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আইলিখীল গ্রামের আলম সেক্রেটারির বাড়ির প্রয়াত মাহাবুবুল আলমের ছেলে।
আরও পড়ুন: আগুনে পুড়লো উইলিং কারখানা
রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রাউজান থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ট্রাকযোগে নিচে মদের বস্তা রেখে উপরে বালি দিয়ে ঢেকে পাচারের সময় ওই যুবককে গ্রেফতার করা হয়। জব্দকৃত ছোলাই মদের আনুমানিক মূল্য সাড়ে চার লক্ষ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড