মো. কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
দা’য়ের কাঠের হাতলের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় এক হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. রাসেল (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
শনিবার (১১ জুন) দুপুর দেড়টায় উপজেলার উত্তর গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে প্রথমে আটক করা হয়। এরপর তাকে গ্রেফতার দেখিয়ে মামলা করা হয়।
গ্রেফতারকৃত আসামি রাসেল চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার দক্ষিণ বারাগাও এলাকার আউয়াল মেম্বার বাড়ির মো. জসিমের ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে ইয়াবা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) হাছান উদ্দিন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) এনামুলের নেতৃত্বে পুলিশ সদস্যরা উত্তর গাছবাড়িয়া এলাকায় মহাসড়কে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে মো. রাসেলকে আটক করা হয়। এরপর তার কোমরে তল্লাশি চালিয়ে দা’য়ের দুইটি কাঠের হাতলের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে এরই মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : দক্ষিণাঞ্চলে শিল্পায়নের দ্বার খুলবে পদ্মা সেতু
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ইতোমধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড