শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
নবম ধাপের তফশিল অনুযায়ী চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে আগামী ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালীতে ইউপি নির্বাচনে এবারই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটপ্রদান করবেন উপজেলার প্রায় দুই লাখ ৭৪ হাজারের অধিক ভোটার। যদিও এ পদ্ধতি সম্পর্কে এখনো প্রাথমিক কোনো ধারণাও নেই ভোটারদের।
যে কারণে নির্বাচন কমিশনের উদ্যোগে আগামীকাল সোমবার (১৩ জুন) বাঁশখালীর ১২৭ ভোট কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটারদের ভোট প্রদান মহড়া ‘মক ভোট’ (প্রশিক্ষণ) অনুষ্ঠিত হবে। দৈনিক অধিকারকে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম।
এ দিকে নির্বাচনকে ঘিরে শেষ সময়ের মধ্যে জমে উঠেছে প্রচার-প্রচারণা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে গোটা উপজেলা। মিছিল-মিটিং, পথসভা আর উঠান বৈঠকে চলছে গণসংযোগ। নির্ঘুম রাত আর ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। স্বল্প সময়ের জন্য হলেও কদর বেড়েছে ভোটারদের। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের ধারে ধারে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এমনকি হাট-বাজারের চায়ের কাপে বইছে নির্বাচনি ঝড়।
প্রসঙ্গত, নবম ধাপে বাঁশখালী উপজেলার বাঁশখালীর ১৩টি ইউপির প্রত্যেকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ পাঁচশ ২৬ জন। চাম্বল ইউপি নির্বাচন স্থগিত থাকায় ১৩টি ইউনিয়নের মোট দুই লাখ ৭৪ হাজার নয়শ ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৬ হাজার ছয়শ ২৮ জন, মহিলা ভোটার এক লাখ ২৮ হাজার তিনশ আটজন।
আরও পড়ুন : পরকীয়ার জেরে নববধূকে গলা কেটে হত্যা
ইউনিয়ন ভিত্তিক ভোটারদের মধ্যে খানখানাবাদে ২১ হাজার পাঁচশ ৯৯ জন, বাহারছড়ায় ২৭ হাজার একশ ৬৩ জন, কালীপুরে ২৪ হাজার পাঁচশ ১০ জন, বৈলছড়িতে ১৩ হাজার ছয়শ ৪১ জন, কাথরিয়ায় ১৬ হাজার ৯০ জন, সরলে ২৭ হাজার ১২ জন, শিলকূপে ১৭ হাজার একশ ৯০ জন, গন্ডামারায় ২৪ হাজার চারশ জন, পুঁইছড়িতে ২৬ হাজার দুইশ ১৩ জন, শেখেরখীলে ১৫ হাজার পাঁচশ ৬৭ জন, ছনুয়ায় ১৯ হাজার সাতশ ১৩ জন।
ওডি/কেএইচআর
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড