আকাশ খান, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক কটুক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
শনিবার (১১ জুন) কলেজ ছুটির পর ডেমরা-শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন আদমজী এম ডব্লিউ কলেজের শিক্ষার্থীরা।
এ সময় ভারতীয় সকল পণ্য বর্জনের আহবান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের নবীজীকে (সাঃ) কেউ অপমান করবে তা আমরা মুসলমান হিসেবে মানতে পারব না। তবে এর প্রতিবাদ করতে হবে আমাদের শান্তিপূর্ণভাবে। আমাদের ইসলাম যে শান্তির ধর্ম সেটাও প্রতিবাদের মধ্যে প্রমাণ রাখতে হবে। প্রাণের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি মুসলমান এর মনে আঘাত হেনেছে। রাসুল (সাঃ) এর বিরুদ্ধে এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছি।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড