নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর শিল্পাঞ্চল এলাকায় পুকুরের পানিতে ডুবে সিয়াম মিয়া নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুন) সন্ধ্যায় কাচঁপুরের পাচপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সিয়াম উপজেলা কাচঁপুরের পাচপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।
নিহতের চাচা ইব্রাহিম মিয়া জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। এরপর কোথাও না পেয়ে বাড়ির পুকুরে সিয়ামকে ভাসতে দেখেন।
তিনি জানিয়েছেন, পরে তাকে উদ্ধার করে মদনপুর আল-বারাকাহ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন : স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে তুলে নিল বখাটেরা
এ দিকে শিশু সিয়াম পানিতে ডুবে নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড