মো. মেহেদী হাসান সুমন, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম এর আওতায় মৎস্য চাষীদের মাঝে উপকরণ হিসেবে রেণু পোনা বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুন) সকালে ২২ জন মৎস্য চাষীর মাঝে পাবদা, গুলশা ও গলদা চিংড়ির রেণু পোনা বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও সহকারী উপজেলা মৎস্য অফিসার আলমগীর কবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ২২ জন মৎস্য চাষীদের মাঝে পাবদা, গুলশা ও গলদা চিংড়ির রেণু পোনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
এ সময় ১৬ জন চাষীর মাঝে ২ হাজার পিস পাবদা ও দুই হাজার পিস গুলশা এবং ছয় জনের মাঝে ৮০০ পিস করে গলদা চিংড়ির রেণু পোনা বিতরণ করা হয়।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড