এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের দক্ষিণের সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে আজ। নির্বাচনে কলেজের দুই শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
শনিবার (১১ জুন) সকাল ১০টায় অধ্যক্ষের কার্যালয়ে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। এতে ৩৬ জন শিক্ষক তাদের পছন্দের দুইজন প্রার্থীকে নির্বাচিত করেন।
উখিয়া কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে এবার তিনজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। আবারও সর্বোচ্চ সংখ্যক ৩০ টি ভোট পেয়ে পঞ্চম বারের মতো শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শাহ আলম। ইতিহাস বিভাগের প্রধান তহিদুল আলম ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক রফিকুল আলম চৌধুরী পেয়েছেন ১৩ ভোট।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অবাধ-সুষ্ঠু পরিবেশে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হয়েছে। এমনটি জানিয়েছেন রিটার্নিং অফিসার ও উখিয়া কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অজিত কুমার দাশ।
নির্বাচন পরিচালনায় সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, শিক্ষক পরিষদের সেক্রেটারি ছৈয়দ আকবর ও প্রভাষক আমানত উল্লাহ।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড