মনিরুজ্জামান মনির, নন্দীগ্রাম (বগুড়া)
বগুড়ার নন্দীগ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে অটোভ্যান চালক আফছার আলী (৫৫) নিহত হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফছার নাটোর জেলার সিংড়া উপজেলার কুড়িপাকিয়া গ্রামের মৃত মেছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ব্যাটারিচালিত ভ্যানটি রণবাঘা বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানচালক আফছার আলী মৃত্যু হয়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভটভটি’টি জব্দ করা হয়েছে। তবে ভটভটি চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড