শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীতে মো. নুরুচ্ছফা (৪৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামি উপজেলার ছনুয়া ইউনিয়নের মৃত ছৈয়দুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ছনুয়ার খুদুকখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ শুক্রবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. কামাল উদ্দিন।
এ বিষয়ে তিনি বলেন, আসামি নুরুচ্ছফা তার বাড়িতে অবস্থান করছে বলে আমরা খবর পাই। পরে সেখানে অভিযান চালানো হলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেফতার করি। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড