মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
রাজশাহী মহানগরীতে চুরি হওয়া একটি ট্রাক ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো. আব্দুল কুদ্দুসের ছেলে মো. আবুল কালামের একটি ট্রাক গত ৮ জুন রাত আড়াই টায় নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ হতে চুরি হয়। আবুল কালামের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: ইমামের বক্তব্যে বাধা, পুলিশ কর্মকর্তাকে মুসুল্লিদের মারধর
মামলাার পরে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুন) বিকেল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা করে রাজশাহীর মোহনপুর থানার খয়রা মোড় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড