শাকিল মুরাদ, শেরপুর
শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানিতে ডুবে দিয়া মনি নামে ১৪ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সারি কালিনগর (বালুর চর) এলাকায় এ ঘটনা ঘটে। দিয়া মনি ওই এলাকার রফিকুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আজিজল হক জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে দিয়া মনি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ সবার অজান্তে বন্যার পানিতে চলে যায়। এদিকে, দিয়া মনিকে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানি থেকে দিয়ামনির মরদেহ উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড