মো. আফসার খাঁন, কালিয়াকৈর (গাজীপুর)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকগুলো প্রাণহানি হয়েছে। এ ঘটনায় উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারও গাফিলতি থাকলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
শুক্রবার (১০ জুন) দুপুরে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে নবীন ব্যাটালিয়ন আনসারদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোন কারণে কেউ যদি ইচ্ছাকৃতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকে, তদন্ত শেষে দোষী বা কে নির্দোষ সে বিষয়ে বিবেচনা করে বিচারকার্য সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: রাশেদ খাঁনের উপর হামলার প্রতিবাদ
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী খোলা কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি'র মহাপরিচালক মিজানুর রহমান শামীম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা সচিব আক্তার হোসেনসহ বাহিনীর সদস্যবৃন্দ।
পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ৪৪২ জন ব্যাটেলিয়ান আনসারের মধ্যে ৩ জনকে সেরা সদস্যকে পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড