আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম)
আসন্ন ইদুল আযহাকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিভিন্ন গবাদিপশুর ঔষধ বিক্রির দোকানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ জুন) উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহিদুল আলম।
এ সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন মডেল থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহিদুল আলম বলেন, আসন্ন কোরবানিকে সামনে রেখে হাটহাজারীর বিভিন্ন গবাদিপশুর ঔষধ বিক্রির দোকানে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ রাখার দায়ে এবং প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য ও জীবনমান সংরক্ষণে সর্বোচ্চ ভূমিকা রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড