কাজী শাহরিয়ার রুবেল, বরগুনা
বরগুনার আমতলী পৌরসভার ওয়াবদা ভেড়িবাঁধ সড়কের আমতলী ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন স্থানে ট্রলিচাপায় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ আমতলী শাখা ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। নিহত মো. আরিফুল ইসলাম ফরিদপুর জেলার কৃষ্ণনগর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১২টার দিকে ওই সড়কের পাশে আকন বাড়ির মধ্য থেকে রিমন আকনের মালিকানাধীন একটি খালি ট্রলি (মালমাল টানা গাড়ি) সড়কে উঠছিল। এ সময় ওই সড়ক দিয়ে মোটর সাইকেলযোগে ফায়ার সার্ভিসের দিকে যাওয়ার সময় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ আমতলী শাখার ব্যবস্থাপক মো. আরিফুল ইসলামকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর হাসপাতালে বসেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কাঙ্খিতা মন্ডল তৃনা বলেন, হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রনজিৎ কুমার সরকার মুঠোফোনে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড