সারাদেশ ডেস্ক
কিশোরগঞ্জের কটিয়াদীতে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। অপরদিকে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কটিয়াদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত অটোরিকশাচালক শিপন মিয়া (৪৫) কুলিয়ারচর উপজেলার উছমানপুর এলাকার নূরুল আমিনের ছেলে। অপর নিহতের নাম ডা. জামাল (৩৫)। জামালকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যার কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে গুরুতর আহত সবুজ ও শরীফকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক প্রাণ হারান। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড