মিলন মাহমুদ, সিংগাইর(মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইরে সাড়ে ১০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- স্বাধীন হোসেন (২০), সাগর শীল (২১), উদয় বসাক (২১) ও জমির উদ্দিন (৬০)।
বুধবার (৮ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জয়মন্টপ ও ফোর্ড নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানাপুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. গোলাম আজাদ খানের দিকনির্দেশনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লার তত্ত্বাবধানে উপপরিদর্শক মাহফুজ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন হোসেন, সাগর শীল, উদয় বসাক নামের তিন কারবারিকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরেকটি পৃথক অভিযানে এসআই শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফোর্ডনগর এলাকা হতে জমির উদ্দিনকে (৬০) ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, আসামিদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড