কাজী কামাল হোসেন, ব্যুরো প্রধান-রাজশাহী
নওগাঁয় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৪৪) এবং ইসমাইল হোসেন (৪০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ আলু পট্টি মোড় এলাকায় স্বপ্ননীড় নামক বাসার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলার বড় দশিয়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং ইসমাইল হোসেন একই উপজেলার দক্ষিণ তেতাভুমি গ্রামের মৃত ময়লন হোসেনের ছেলে।
র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী এসি এবং সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে সাড়ে ৩৬ কেজি গাঁজা, দুইটি মোবাইল ফোন এবং একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, আনোয়ার এবং ইসমাইল দীর্ঘদিন যাবত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড