মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুটি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিচারক ও বালিয়াডাঙ্গী ইউএনও যোবায়ের হোসেন।
অভিযানে লাহিড়ী বাজারের বালা প্যাথলজির স্বত্বাধিকারী লিংকন রায়কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী উপজেলার অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় একটি ক্লিনিক মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধারাবাহিক ভাবে সব ক্লিনিকেই এ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাসসহ পুলিশের একটি টিম সঙ্গে ছিল।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড