তানভীর লিটন, কুমারখালী, কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে জনশুমারি ও গৃহগণনার মূল শুমারি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গণনাকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বাদশা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের প্রকৃত অবস্থা জানতে ও বুঝতে নির্ভুল ও সঠিক পরিসংখ্যান জরুরি। কেননা পরিসংখ্যানের ওপর নির্ভর করে দেশের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়। যদি পরিসংখ্যান ভুল হয় তাহলে দেশের পরিকল্পনা অনুযায়ী কাজ করা কষ্টসাধ্য হয়ে যাবে। তাই বর্তমানে জনশুমারী ও গৃহগণনার যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ কাজে যারা যুক্ত রয়েছেন তাদের স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।’
প্রশিক্ষণ কর্মশালার পরিচালনা করেন উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের জোনাল অফিসার শফিকুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহিম খাঁন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আইটি সুপারভাইজার মো. মনিরুল ইসলামসহ অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় ৫ জন সুপারভাইজার ও ২৮ জন গণনাকারী অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১২ জুন পর্যন্ত।
প্রসঙ্গত, দেশে প্রথমবারের মত সপ্তাহব্যাপী ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা শুরু হচ্ছে আগামী ১৫ জুন। যা চলবে ২১ জুন পর্যন্ত।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড