মনিরুজ্জামান, নরসিংদী
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন নরসিংদীর মুক্তিযোদ্ধারা।
বুধবার (৮ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয় বাংলা চত্বরে জেলার ৬টি উপজেলার মুক্তিযোদ্ধারা এ সমাবেশ করেন।
সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর ব্যানারে সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর নরসিংদী জেলা সভাপতি আব্দুল মোতালিব পাঠান।
আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ব বিদ্যালয় সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা লস্কর আলী মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহশিন নাজির, মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান তারা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলার সভাপতি ওসমান মিয়া, সদস্য শাপলা আক্তার সহ আরও অনেকে।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনের জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নরসিংদী প্রেসক্লাব হয়ে জেলখানা মোড় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ৭১সালে যারা বাংলাদেশ চায়নি তারা এখনো ঘাপটি মেরে আছে। তারা এখনো দেশের বিরোদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এরই অংশ হিসেবে তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়। মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন প্রধানমন্ত্রীর গায়ে একটা আচরও কেউ দিতে পারবে না। কেউ এই দু:সাহসের কথা উচ্চারণ করলে আমরা এর দাত ভাঙ্গা জবাব দেবো।
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড