মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. নয়ন (১৩) নামে এক কিশোর পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় বুধবার (৮ জুন) রাতে নিখোঁজের বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেছেন।
এর আগে (৩ জুন) রাত থেকে মিজমিজি পাইনাদী মধ্যপাড়া এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ নয়ন ভোলা জেলার লালমহন থানার চর টিটিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
জিডি সূত্রে জানা যায়, নয়ন সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকার সাবেক কাউন্সিলর আব্দুর রহিম (মেম্বারের) বাড়ি সংলগ্ন আশিকের পানির মটর ও ফ্যান মেরামতের দোকানে কাজ করত। গত ৪ জুন দোকান মালিক আশিক নয়নের মা নুপুর বেগমকে সকাল সাড়ে ১০ টায় মোবাইল ফোনে বলেন আপনার ছেলে নয়নকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংবাদ পেয়ে নয়নের মা নুপুর বেগম ও বাবা নুর মোহাম্মদ গ্রামের বাড়ি থেকে এসে ছেলেকে পাগলপ্রায় হয়ে খুঁজতে থাকে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, এ ঘটনায় ওই নিখোঁজের বাবা জিডি করেছেন। আমরা খোঁজ নিচ্ছি।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড