হারুন আনসারী, ফরিদপুর
ফরিদপুরের সদরপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান নিপূণ (২৫) নিহত হয়েছেন। তিনি উপজেলার আকটের চর ইউনিয়নের রামনগর গ্রামের ছালাম পেশকারের ছেলে। নিহত নিপূণ চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
বুধবার (৮ জুন) দিনগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আকটের চর ইউনিয়নের সারেংডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল হাসান উৎস জানান, চরভদ্রাসন বাজারে ওষুধের ব্যবসা করতেন নিপূণ। প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে সারেংডাঙ্গী নামকস্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে সদরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত নিপুন চরভদ্রাসন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তবে রাজনীতি ছেড়ে তিনি ওষুধের দোকান করতেন।
এ বিষয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিপূণ নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড