সারাদেশ ডেস্ক
গাজীপুর সিটি করপোরেশনের ভুরুলিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমরান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ জুন) দুপুরে ওই এলাকার জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইন এ দুর্ঘটনা ঘটে।
ইমরান পূর্ব ভুরুলিয়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, ভুরুলিয়া এলাকায় জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইন দিয়ে হাঁটছিল ও মোবাইল ফোনে কথা বলছিলেন ইমরান। একপর্যায়ে মোহনগঞ্জগামী একটি ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই ইমরান মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ইমরানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড