মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে রুহিয়া খাদ্যগুদামে নিম্নমানের চাল সংরক্ষণের অভিযোগে গুদাম সিলগালা করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। বিষয়টি তদন্তে জেলার হরিপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুরে ওই তদন্ত কমিটি গুদাম খতিয়ে দেখছেন। পরিদর্শনের সময় তদন্ত কমিটি জানায়, রুহিয়া খাদ্যগুদামে নিম্নমানের (পুরাতন) চাল সংরক্ষণের অভিযোগে গতকাল (মঙ্গলবার) গুদামের দুই নম্বর কক্ষটি সিলগালা করে জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ কর্মকর্তাগণ। তারই প্রেক্ষিতে আজ ওই গুদামে মজুদ করা চার শতাধিক বস্তা চাল খতিয়ে দেখছে তদন্ত কমিটি।
এ সময় গুদামে নিম্নমানের (পুরাতন) চাল সংরক্ষণের সত্যতা পাওয়া গেছে। তবে কত বস্তা নিম্নমানের (পুরাতন) চাল গুদামে মজুদ করা হয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করা যাবে না বলে জানায় তদন্ত কমিটি।
কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুল ইসলাম, টেকনিক্যাল ইন্সপেক্টর জুলফিকার আলী, খাদ্য পরিদর্শক খলিলুর রহমান।
এদিকে, অভিযোগ অস্বীকার করে রুহিয়া খাদ্য কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এটি নিয়মিত কাজের অংশ। গুদামে চাল নিম্নমানের আছে কিনা তা সন্দেহে সিলগালা করা হয়েছিল। তদন্ত কমিটি তা পরিদর্শন করছেন। তবে চলতি মৌসুমে পুরাতন চাল কেন বিভাবে গুদামে মজুদ করা হয়েছে তা জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি।
পরিদর্শনের সময় স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, চলতি মৌসুমে গুদামে নতুন চাল সংরক্ষণ করার কথা থাকলেও ফায়দা লুটতে নিম্নমানের পুরাতন চাল সংগ্রহ করেছেন গুদাম কর্মকর্তা। গেল ১২ মে ওই কর্মকর্তার বিরুদ্ধে ঘুস আদায়ের অভিযোগ মানববন্ধন করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় তিনি এমন সুযোগ নিয়েছে। অবিলম্বে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি করেন তারা।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, গতকাল (মঙ্গলবার) গুদাম পরিদর্শনে গিয়ে রুহিয়া খাদ্য গুদামে নিম্নমানের চাল সংগ্রহের অভিযোগে গুদামটি সিলগালা করে তদন্ত কমিটি গঠন করা হয়। আজ (বুধবার) তারা তদন্ত করছেন। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
আরও পড়ুন: ব্যাংকে এসি বিস্ফোরণ, আহত ৪
উল্লেখ্য, চলতি মৌসুমে ওই খাদ্য গুদামে ২ হাজার ১শ ৬৫ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৮শ ৭৩ মেঃ টন চাল সংগ্রহ করেছে গুদাম কর্তৃপক্ষ।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড