ইয়ার হোসেন সোহান, ঝিকরগাছা (যশোর)
যশোরের ঝিকরগাছায় পরিত্যক্ত নলকূপের পানি পান করে পঞ্চম শ্রেণির ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে, উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষার্থীরা হলো, ফুলতলা মাগুরা গ্রামের আব্দুর রশিদের মেয়ে লিমা খাতুন (১১), বাবর আলীর মেয়ে তিন্নি খাতুন (১০), ধুনচিপাড়া মাগুরা গ্রামের শামিনুর রহমানের মেয়ে সুরাইয়া খাতুন (১২), রফিকুল ইসলামের মেয়ে খিয়াম খাতুন (১১) ও আলাউদ্দিনের মেয়ে মিথিলা (১১)।
আহতদের মধ্যে লিমা, তিন্নি ও সুরাইয়া ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে এবং খিয়াম ও মিথিলা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। তারা সকলেই অজ্ঞাত বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়েছে বলে দাবি করেন কর্তব্যরত চিকিৎসক ডা. আনজুমান আরা।
তবে, নলকূপের পানি বিষক্রিয়াযুক্ত হয় না বলে দাবি করেন সেনেটারি ইন্সপেক্টর গণপতি বিশ্বাস।
আরও পড়ুন: পাবনায় তৈরি হয় আরবের নামীদামি প্রসাধনী!
এ ব্যাপারে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামানের মোবাইলে দুদফা ফোন দিলে তার স্ত্রী ও ছেলে রিসিভ করে বলেন তিনি বাইরে আছেন।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড