নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ)
নওগাঁর আত্রাইয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকলনবিশ ও দলিল লেখকগনের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) সকাল ১১ ঘটিকায় আত্রাই সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে উপজেলা সাব-রেজিস্টার নাজমুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার আব্দুস ছালাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদলগাছী সাব রেজিস্ট্রার জনাব মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব কায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল, আত্রাই সাব রেজিস্ট্রি অফিস সহকারী শহিদুল ইসলাম সহ সকল দলিল লেখক বৃন্দ ও নকলনবিশ গন।
অনুষ্ঠান শেষে নব নির্বাচিত নওগাঁ জেলা দলিল সমিতির উপদেষ্টা আলহাজ্ব কায়েম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন সন্দেশ, আবুহেনা মোস্তফা কামালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড