সারাদেশ ডেস্ক
গাইবান্ধার পলাশবাড়ীতে আব্দুল হামিদ নামে এক রাইচ মিল মালিকের কাছে অন্যায়ভাবে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে ঠুটিয়াপাকুর বাজার মালিক সমিতি ও এলাকাবাসীর যৌথ আয়োজনে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঠুটিয়াপাকুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বাজারের মুদির দোকানিসহ এলাকার শতাধিক মানুষ অংশ নেন। এ সময় চাঁদাবাজ, মাদক কারবাড়ি মজনুর বিচার চাই লেখা প্ল্যাকার্ড হাতে একাধিক ব্যক্তিকে দেখা যায়।
মানববন্ধনে বাজার মালিক সমিতির সভাপতি শহিদ আলম মুন্নার উপস্থিতিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবেল মিয়া, দোকানি ব্যবসায়ী ছালেহা জাহান মিনা, ব্যবসায়ী মকবুল হোনেন, মিল মালিক আব্দুল হামিদ প্রমুখ।
আরও পড়ুন: ভারতে যাবার চেষ্টা, নারী-শিশুসহ আটক ৩৪
মানববন্ধনে অভিযুক্ত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। দোষীদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানান তারা।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড