মোহাম্মাদ শাহআলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার কাপাশাটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আশান মন্ডল চুয়াডাঙ্গা জেলার চিতলিয়া রতনপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত রাতে উপজেলার কাপাশাটিয়া গ্রামের লিটন মোল্লার বাড়ি থেকে একটি আলমসাধু চুরি হয়ে যায়। বাড়ির মালিক টের পেয়ে মোটর সাইকেলযোগে লোকজন নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার রামদিয়া এলাকা থেকে আলমসাধু ও চোর আশানকে আটক করে। পরে আলমসাধু ও চোরকে কাপাশাটিয়া গ্রামে নিয়ে আসে। ওই সময় উত্তেজিত এলাকাবাসী গণপিটুনি দিলে চোর অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে হরিনাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড