কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ (চট্টগ্রাম)
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আবদুল্লা নোমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৩ ওয়ার্ডস্থ গাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নোমান ওই এলাকার এসএম সায়েম চেয়ারম্যান বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে এবং স্থানীয় হযরত আবুবকর ছিদ্দিক (রহ.) মারকাজুর কোরআন মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মুরাদুর রহমান জানান, মাদ্রাসা থেকে এসে পরীক্ষা দিয়ে বাড়ি এসে সকলের অজান্তে খেলতে গিয়ে শিশুটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে আবদুল্লাহ নোমানকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড