মোহাম্মাদ শাহআলম মিয়া, ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৩৪ জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ জুন) উপজেলার যাদবপুর বিওপির টহল দল মাটিলা গ্রামের ইটভাটা এলাকা থেকৈ এই ৩৪ জনকে আটক করেছে।
এর মধ্যে ১৪ জন পুরুষ, ৯ জন নারী ও ১১ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার চেষ্টা করছিল। আটককৃতদের অধিকাংশের বাড়ি বাগেরহাট, চাঁদপুর, মুন্সিগঞ্জ, বরিশাল, নড়াইল জেলায়।
আরও পড়ুন: পুকুর খননের দায়ে দুই ভাইয়ের কারাদণ্ড
৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে এই ৩৪ জনকে আটক করে। আটককৃতরা দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাবার চেষ্টা করছিল। এ ব্যাপারে একটি মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড