মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী
রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমান আদালতে দুই ভাইয়ের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল খালেক (৩৫) এবং তার বড় ভাই আলিমুদ্দীন (৬০)। তারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামের মৃত কাজিমুদ্দীনের ছেলে।
জানা গেছে, যশোয়বিলে ফসলী জমিতে পুকুর খননের অভিযোগে মঙ্গলবার (৭ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সফিয়ান। পুকুর খননের দায়ে দুই ভাইয়ের মধ্যে আব্দুল খালেকের ১৫ দিনের এবং আলিমুদ্দীনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন ২০১০ এর ৪ ধারায় এই রায় প্রদান করেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান।
আরও পড়ুন: অন্যের বউ ভাগিয়ে নেয়ায় যুবককে কুপিয়ে হত্যা
অপরদিকে, সোমবার উপজেলার বাইগাছা এলাকার রামপুরে পুকুর খননকালে রুবেল হোসেন নামে এক ভেকু চালককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড