মো. আকাশ, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের স্কুল-কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ডিএনডি লেকে ঘুরতে আসা শিক্ষার্থীদের বুঝিয়ে বাড়ি পাঠালেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মশিউর রহমানের নেতৃত্বে লেকের ভাংগার পুল থেকে নাভানা সিটি অংশ পর্যন্ত সচেতনমূলক এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান মানিক, পরিদর্শক অপারেশন আবু বক্কর সিদ্দিক।
ওসি মশিউর রহমান বলেন, স্কুল কলেজের ইউনিফর্ম পরিহিত যে সকল শিক্ষার্থীদের ঘুরাঘুরি করতে দেখি তাদেরকে ডেকে এনে কলেজের সময় ক্লাস ফাঁকি দিয়ে লেকে ঘুরাঘুরি করতে নিষেধ করি। ঘুরতে হলে বিকেলে পরিবারের লোকজন নিয়ে সাধারণ পোষাকে আসতে বলি। যে সকল শিক্ষার্থীদের চুলের বাহারি কাটিং দেখতে পাই তাদেরকে সেলুনে গিয়ে সেগুলো কেটে ফেলতে বলি।
আরও পড়ুন: দুই স্টোর মালিকের অর্থদণ্ড
তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি আবারও তাদেরকে স্কুল কলেজের সময়ে লেকে ঘুরাঘুরি করতে দেখি তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড