এম মোবারক হোসাইন, পঞ্চগড়
সারাদেশের ন্যায় বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন কর্তৃক ডাকা পূর্ণদিবস কর্মবিরতিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় স্থলবন্দরের কাস্টমস চত্বরে এ কর্মবিরতি পালন করে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন, পঞ্চগড়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক রেজাউল করিম রেজা ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ও সিএন্ডএফ সদস্যরা।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সিএন্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থী কাস্টম্স এজেন্ট লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুদ্ধায়নে এইচএসকোড এবং সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবিতে এ কর্মবিরতি ডাকে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টম্স ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট এ্যাসোসিয়েশন।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড