মো. নাজমুল সাঈদ সোহেল, চকরিয়া (কক্সবাজার)
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে চালের বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ জুন) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।
এ সময় চালের ডিলার, মিল মালিক, আড়তদার ও খুচরা বিক্রেতাসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তপন মল্লিক, চকরিয়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন, চালের মূল্যবৃদ্ধি ও কারসাজি ঠেকাতে পৌরশহরের বিভিন্ন ডিলার, মিল মালিক, আড়তদার ও খুচরা বিক্রেতাদের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন অভিযোগে ৫টি মামলা বিপরীতে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
ওডি/ ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড