এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৯ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী (১৪) গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
শনিবার (৪ জুন) সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে বোয়ালখালী থানায় ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪নং ওয়ার্ডের আলা উদ্দীন হাজি বাড়ির মো. বাদশা মিয়ার ছেলে এমরান হোসেন সাগর (১৯), বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মোহাম্মদ রুস্তম আলী বাছেকের ছেলে সানিউল্লাহ আলী রিমন (২০) ও ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চান মিয়া সওদাগর বাড়ির মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিন (২৬)। তবে এ ঘটনায় দায়েরকৃত মামলার ৩নং আসামি ১নং কধুরখীল ইউনিয়নের নাপিতের ঘাটা এলাকার সায়মন (২৪) পলাতক রয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আ.লীগ কর্মী নিহত
বোয়ারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন, স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলায় আসামি সায়ম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
ওডি/এমকেএইচ
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড