সারাদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিল্লাল খন্দকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মে) রাত ১১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমাল মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার গুনিয়াউকগামী কয়েকজনকে এগিয়ে দিতে বাইকে করে যান তারা। এ সময় একটি বাইকে ছিলেন বিল্লাল ও তমাল। সঙ্গীদের এগিয়ে দিয়ে ফিরে আসার সময় নিজের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় গুরুতর আহত হন তারা দুজন। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বিল্লালের মৃত্যু হয়।
বিল্লাল নাসিরনগর উপজেলা সদরের মহাখাল পাড়ার ইউসুফ মিয়ার ছেলে। গত ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে নিজস্ব কার্যালয়হীন ১১ দফতর
এ ব্যাপারে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লা সরকার বলেন, নিহত হওয়ার খবর শুনেছি। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড