সারাদেশ ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলের শাবলের আঘাতে আব্দুল গফুর (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী হাসতন নেছা (৪৫)।
রবিবার (২৯ মে) দিবাগত রাত ১২টায় উপজেলার আদমপুরের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। গফুর ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। অভিযুক্ত জহিরুল ইসলাম (২৮) গফুরের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক।
আহত হাসতন নেছাকে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে মা-বাবার সঙ্গে জহিরুলের ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা শাবল দিয়ে বাবার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১টায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক সেবা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিতে বলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়।
কী নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, জহিরুল নেশাগ্রস্ত ছিল। প্রায় রাতে নেশা করে বাড়ি ফিরতো। নেশার টাকা নিয়ে ঝগড়া হতে পারে।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে নিজস্ব কার্যালয়হীন ১১ দফতর
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘাতক যুবককে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওডি/এএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড