শাকিল মুরাদ, শেরপুর
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শেরপুর জেলা জুড়ে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। শনিবার (২৮ মে) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযানে জেলা সদরের ৭২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ২৬টি, শ্রীবরদীতে ৬টার মধ্যে ৬টি, ঝিনাইগাতীতে ৫টার মধ্যে ৩টি, নালিতাবাড়ীতে ১১টার মধ্যে ৫টি ও নকলাতে ৭টি মধ্যে ২টিকে বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ক্লিনিক সিলগালা ও লক্ষাধিক টাকা জরিমানা
জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, জেলায় ২৮টি ক্লিনিক ও ১১১টি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে। তবে দীর্ঘদিন থেকে কার্যক্রম পরিচালনা করায় অনেক মালিক পক্ষ লাইসেন্স নবায়ন করেননি। তাই জেলায় মোট ৪২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকিগুলোকে শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় কাগজ প্রস্তুত করে ১৫ দিনের মধ্যে আবেদন করলে যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
ওডি/এমকেএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড