হারুন আনসারী, ফরিদপুর
ফরিদপুরে ৪২ কেজি রুপার অলঙ্কারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত রুপার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
শনিবার (২৮ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদপুর শহরের গোয়ালচামট লাহিড়ীপাড়া এলাকার কাজী হাফিজুল হকের ছেলে কাজী মো. আসাদুজ্জামান (৪০) ও একই এলাকার আসলাম খানের ছেলে মো. সানি খাঁন (২৮)।
পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ মে) দিনগত রাত ৯টার দিকে শহরের গোয়ালচামট লাহিড়িপাড়ার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ৪০ কেজি রুপাসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এ সময় রুপা ছাড়াও একটি মোটরসাইকেল, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে রুপার অলঙ্কার এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এসআই মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ (১) ধারায় এজাহার দায়ের করেছেন।
ওডি/ইমা
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড