• বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

  এস. এম. রাসেল, মাদারীপুর

২৮ মে ২০২২, ১৫:১৮
শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
মাদারীপুরে কলেজের সাবেক এক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি (ছবি: অধিকার)

মাদারীপুরে কলেজের সাবেক এক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাবার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৮ মে) ভোররাতে সদর উপজেলার ঘটমাঝিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীর পরিবার জানায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ঢকা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও খুলনা বিএল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ সাদিক জাহিদুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ থাকায় ঢাকাতে চিকিৎসাধীন আছেন।

এছাড়া তার তিন ছেলে চাকরিতে ঢাকা ও চট্টগ্রামে কর্মরত রয়েছেন। বাড়িতে তিন গৃহবধূ ও নাতি-নাতনি বসবাস করেন। এই সুযোগে ভোর রাতে কলাসিপল গেটের তালা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে ৮-১০ জনের মুখোধারী ডাকাত।

পরে শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ ৬০ হাজার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ভূক্তভোগী পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।

আরও পড়ুন: ৩ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মালামাল উদ্ধার ও ডাকাতদের আটকের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ওডি/এমকেএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড