• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ৩২ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

৪৩ লাখ টাকার অনুদান পেলেন শ্রমিকরা

  মো. রাফিকুর রহমান লালু, রাজশাহী

২৭ মে ২০২২, ১১:০৫
৪৩ লাখ টাকার অনুদান পেলেন শ্রমিকরা
অনুদান পেলেন শ্রমিকরা। ছবি : অধিকার

রাজশাহী বিভাগীয় শ্রম দফতরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহীর বিভিন্ন সেক্টরের অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের মাঝে আর্থিক সহায়তার ৪৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুর সাড়ে ১২ টার সময় এই অনুদানের চেক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন রাজশাহী বিভাগীয় শ্রম অধিদফতরের পরিচালক ও রেজিস্টার অব ট্টেড ইউনিয়ন, মোহাম্মদ আমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী শ্রম অধিদফতরের বিভাগীয় সহকারী পরিচালক রাজিয়া সুলতানা,আল মুতাজিদুল ইসলাম, মিজানুর রহমান, শ্রম কর্মকর্তা সালমা খাতুন, শ্রম কল্যাণ সংগঠক গোলাম মোস্তফা, অফিস সহকারী শফিকুল ইসলাম প্রমুখ।

রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কর্মরত অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের এবং শ্রমিকদের মেধাবী সন্তানদের আর্থিক সহায়তায় রাজশাহী, চাঁপাই, নাটোর ও পাবনা জেলার ৯৫ টি শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে ৪৩ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগেও ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

ওডি/ওএইচ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড