সারাদেশ ডেস্ক
চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন বেপারী (২৮) বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে তিনি নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া গ্রামে বাড়ির পাশে পুকুরে বিদ্যুতায়িত হন। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুই সন্তানের জনক জসিম চালিয়াপাড়া গ্রামের প্রবাসী হারুনুর রশিদের ছেলে।
এ ঘটনায় সুজন (৩২) ও মহিন উদ্দিন (২০) নামে আরও দুই যুবক মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জসিম পুকুরে মাছ ধরতে নামলে বিদ্যুৎস্পৃষ্ট হন। আগে থেকেই ওই পুকুরে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুই যুবকও আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জসিম বেপারীকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, আমরা জসিমকে মৃত অবস্থায় পেয়েছি। দগ্ধ অপর দুই যুবককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে নিজস্ব কার্যালয়হীন ১১ দফতর
ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদটি আমরা জানতে পেরেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড