সারাদেশ ডেস্ক
বিয়ের প্রলোভনে অধীনস্থ কর্মচারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্লার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করেছেন ওই নারী।
বুধবার (২৫ মে) বাদীপক্ষের আইনজীবী দীপংকর দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেন।
মামলা ও আইনজীবী সূত্র জানায়, ধর্ষণের শিকার ওই নারী ইসলামিক মিশনের সেলাই প্রশিক্ষক। তার চাকরি ও সরলতার সুযোগকে কাজে লাগিয়ে পবিত্র কোরআন ছুঁয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দেন মীর মোহাম্মদ নেয়ামত উল্লাহ। পরে ২০১৯ সালের ৪ জুলাই বিকেল ৫টায় বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরবর্তী বিভিন্ন সময় ওই কক্ষে তাকে একাধিকবার ধর্ষণ করেন নেয়ামত উল্লা। গত ১০ মার্চ বিয়ের কথা বললে নেয়ামত উল্লাহ অস্বীকৃতি জানান। পরে ২৩ মে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন ওই নারী।
অভিযোগ আমলে নিয়ে বান্দরবান টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেয় ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে মীর মোহাম্মদ নেয়ামত উল্লা বলেন, ওই নারীর সঙ্গে তিনি এ ধরনের কিছু করেননি। ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে নিজস্ব কার্যালয়হীন ১১ দফতর
বান্দরবান টুরিস্ট পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আদালতের আদেশপত্র এখনো পর্যন্ত হাতে পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ওডি/এএম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড