মাজেদুল ইসলাম হৃদয়, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হাইব্রিড জাতের অ্যারাইজ তেজগোল্ড ধানের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বায়ারক্রপ সায়েন্স লিমিটেডের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী কাশিডাঙ্গা গ্রামে সভা, শস্য কর্তন ও মাড়াই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের বিজনেস ম্যানেজার সিড বিধান চন্দ্র পাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকতা সুবোধ চন্দ্র রায়, উত্তরবঙ্গের বিজনেস ডেভলাপমেন্ট ম্যানেজার তারিফ শাহরিয়ার, ঠাকুরগাঁও টেরিটরি অফিসার আতিকুজ্জামান, ফিল্ড অফিসার রবিউল আওয়াল দুলাল, ট্রেড ডেভলাপমেন্ট অফিসার হুমায়ুন কবির, এগ্রি কনসালটেন্ট জিয়াউর রহমান, প্রভাষক হুমায়ুন কবীরসহ স্থানীয় কৃষকরা।
আয়োজকরা বলেন, বীজ ধান ভেজানো থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত মাত্র ১২৫ দিনেই এর ফলন ঘরে তোলা যায়। হাইব্রিড জাতের অ্যারাইজ তেজগোল্ড ধানটি ৩৩ শতকের বিঘায় ৩৫ মণ ফলন। এছাড়াও ধান গাছের উচ্চতাও ভাল। যা গো খাদ্যের চাহিদা মেটাতে সহায়ক হবে। তাই উপস্থিত কৃষক খুবই খুশি ধানটি উচ্চ ফলনশিল ও রোগ বালাই কম হওয়ায় হওয়ায় দিন দিন এর চাহিদা বাড়ছে। দিবসের সভা শেষে কৃষক হুমায়ুন কবিরের ধান কাটা ও মাড়াই করা হয়।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড