মোহাম্মদ আবদুর রহিম, স্টাফ রিপোর্টার (বান্দরবান)
বান্দরবানের থানচির জীবননগরে পর্যটকবাহী গাড়ি গভীর খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ এবং আহত হয়েছেন ৮ জন।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাদের মধ্যে হামিদুল ইসলাম নামে নিহত একজন একটি অফিসের সিনিয়র সিকিউরিটি গার্ড। অপর আহত ব্যক্তির নাম ওয়াহিদ। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ, বিজিবি ও স্থানীয় ব্যক্তিরা জানান, ঢাকা থেকে নয়জনের একটি দল মাইক্রোবাস নিয়ে বান্দরবানে আসে। সকালে বান্দরবান থেকে তারা থানচি যাওয়ার পথে জীবননগর এলাকায় গাড়িটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে থানচি ও বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান, আহতদের কয়েকজনকে উদ্ধার করে বান্দরবান ও থানচি হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিদের উদ্ধারে এখনো অভিযান চলছে।
ওডি/ওএইচ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড