রফিক খান, মানিকগঞ্জ
মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা।
বৃহস্পতিবার (২৬ মে) সকাল সোয়া ১১ টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহম্মাদ আবদুন নূর তাকে জামিন দেন।
গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সামনে ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার মধ্যে পাল্টাপাল্টি চড়-থাপ্পড় মারার ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে গতকাল রাত ৮ টার দিকে মানিকগঞ্জ সদর থানায় মামলা করে। ওই মামলায় পুলিশ আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করে।
রাজাকে গ্রেফতারের পরপরই তার নিঃশর্ত মুক্তির দাবিতে রাতে শহরে বিক্ষোভ মিছিল করে নেতা-কর্মী ও স্থানীয় লোকজন।
আসামি পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন।
ওডি/মাহমুদ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড